Fully Clickable Video Ad

ঢাকা-রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতির বর্ণনা দিলেন যাত্রীরা

Spread the love
ঢাকা-রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতির বর্ণনা দিলেন যাত্রীরা

ঢাকায় ফেরি করে সুপারি ও খেজুরের গুড় বিক্রি করেন সোহাগ হোসেন (২৩) ও ওমর আলী (৫২)। দুজনে ১১ দিনে ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি করেছিলেন। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নাটোরের বড়াইগ্রামের বাড়িতে ফিরতে ঢাকার গাবতলী থেকে বাসে উঠেছিলেন। কিন্তু মাঝপথে চলন্ত বাসে তাঁদের সর্বস্ব লুটে নিয়েছে একদল ডাকাত। বাসের অন্য যাত্রীরাও ডাকাতদের হাত থেকে রক্ষা পাননি।

ইউনিক রোড রয়েলসের আমরী ট্রাভেলস নামের একটি বাসে (নম্বর ময়নসিংহ-ব-১১-০০৬৯) এই ডাকাতি হয়েছে। বাসের দুই নারী যাত্রীকে ধর্ষণের কথা গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার ভেতরে ডাকাতি হয়েছে। ভুক্তভোগী যাত্রীরা বলছেন, ডাকাতি হওয়া বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় পৌঁছানোর পর দুই নারী যাত্রী পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। তবে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলছেন, নারী যাত্রীদের নির্যাতন বা ধর্ষণের ঘটনার কথা কেউ তাঁকে বলেননি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

বাসের যাত্রী সোহাগ হোসেন, ওমর আলী, মজনু আকন্দ (৭৩) এবং তাঁদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফ বাস আটকানোর পর থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বড়াইগ্রাম থানায় অবস্থান করছিলেন। তাঁরা মামলা করতে চাইছেন। কিন্তু পুলিশ বলছে, ঘটনাস্থল মির্জাপুর থানা এলাকা হওয়ায় সেখানেই মামলা হবে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় ওমর আলী প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে নাটোরের পুলিশ সুপার তাঁদের বক্তব্য রেকর্ড করে নিয়ে গেছেন। মির্জাপুর থানার পুলিশ বড়াইগ্রাম থানার উদ্দেশে রওনা দিয়েছে বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ‘লোকজন বলাবলি করছে যে ঘটনাটি মির্জাপুরের। আসলে প্রকৃত ঘটনা কী, এটা আমরা জানার চেষ্টা করছি।’

বাসযাত্রীরা বলছেন, ৪০ জনের মতো যাত্রী নিয়ে মঙ্গলবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশে বাসটি ছাড়ে। রাত ১২টা ৩৫ মিনিটে বাসে ডাকাতি শুরু হয়। তিন ঘণ্টা ধরে ডাকাতি শেষে ঘুরিয়ে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে রাত ৩টা ৫২ মিনিটে ডাকাতেরা নেমে যান। তখন যাত্রীরা দেখতে পান, তাঁদের অবস্থান মির্জাপুর থানা এলাকার একটি পেট্রলপাম্পের পশ্চিম দিকে। সেখানে বাসচালক, তাঁর সহকারী ও সুপারভাইজার গন্তব্যে না যেতে নানা টালবাহানা করতে থাকেন। তবে যাত্রীদের চাপের মুখে তাঁরা বাস ছাড়েন। মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে বাসটি যাত্রীদের চাপের মুখে বড়াইগ্রামে থানায় ঢোকানো হয়।

Blinking Photo Ad
See also  শ্রীপুরের প্রতারক নাজমুল গ্রেফতার

ঘটনার বর্ণনা দিয়ে সোহাগ হোসেন প্রথম আলোকে বলেন, গাবতলী থেকে বাসটি ছাড়ার সময় পেছনের সিটে তিনজন ডাকাত উঠেছিলেন। বাসের লোকজনের সঙ্গে এই তিনজন কথা বলে কিছু দূর এসে আরও পাঁচজনকে বাসে ওঠানো হয়। তারপর ডাকাতদের একজন বাসের স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই ডাকাতেরা একজন যাত্রীকে ছুরিকাঘাত করেন। এতে তাঁর সাদা জামা রক্তে ভিজে যায়। তখন ওই যাত্রী তাঁর টাকাসহ সবকিছু বিনা বাক্যে দিয়ে দেন। আরেকজনের হাতে ছুরি দিয়ে পোজ (আঘাত) দেয়। তাঁর হাতের মাংস কেটে ফাঁক হয়ে যায়। এই ভয়ে যাত্রীরা যাঁর কাছে যা ছিল সব দিয়ে দেন।

প্রত্যেক যাত্রীকে ডাকাতেরা পাঁচ–সাতবার করে তল্লাশি করেন উল্লেখ করে সোহাগ হোসেন বলেন, তাঁকে একজন ডাকাত বাসের সিটের মাঝখানে ফেলে দিয়ে বুকের ওপর পা তুলে দিয়ে দাঁড়ায়। এই সময় তাঁর ব্যবসায়িক অংশীদার ওমর আলীর গলায় ছুরি ধরে ২০ হাজার টাকা বের করে নেয়। এ সময় ওমর আলী এক লাখ টাকার বান্ডিলটি নিচে ফেলে দেন। পরেরবার তল্লাশি করতে এসে ডাকাতেরা সেই টাকাটাও পেয়ে যায়। কোনো যাত্রীর মোবাইল ডাকাতেরা রেখে যায়নি। শুধু তাঁর ফোনটি নিচে পড়ে যাওয়ার কারণে তাঁরা বুঝতে পারেনি।

আরেক যাত্রী বড়াইগ্রামের মৌখাড়া গ্রামের মজনু আকন্দের ৪৬ হাজার টাকার সব কেড়ে নিয়েছে ডাকাতেরা। তিনি বলেন, ‘বাসে মেয়েদের তারা (ডাকাতেরা) একেবারে বেইজ্জত করে ফেলেছে। মেয়েরা এমনভাবে চিক্কর দিয়েছে যে তাঁরা অনুভব করেছেন ডাকাতেরা তাঁদের ক্ষতি করে ফেলেছে।’ তিনি আরও বলেন, তিন ঘণ্টা ধরে বাস শুধু ওই এলাকায় ঘুরিয়ে সব যাত্রীর টাকাপয়সা, স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নেওয়ার পরে ডাকাতদের নামিয়ে দেওয়া হয়। এরপর বাসের লোকজন টালবাহানা করতে থাকেন। তাঁরা বলেন, তাঁদের গাড়িতে তেল নেই। টাকাপয়সা নেই। তাঁরা যেতে পারবেন না। তাঁদের সেখানেই গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই সময় যাত্রী এক হয়ে ঘোষণা দেন তাঁরা কেউ বাস থেকে নামবেন না। তাঁরা মরলে বাসের মধ্যেই মরবেন। এই ঘোষণার পরে তাঁরা বাস ছাড়েন।

See also  স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামায়াতের আমিরের

মজনু আকন্দ বলেন, ‘বাসের লোকজন বলল, তাদের টাকাপয়সাও ডাকাতেরা কেড়ে নিয়েছে। কিন্তু টোল প্লাজায় (যমুনা সেতু) এসে ঠিকই তারা টোল দিল। নাশতা খেল। এ টাকা তারা কোথায় পেল?’ যাত্রীদের অভিযোগ, বাসের লোকজনে যোগসাজশেই এই ডাকাতি সংঘটিত হয়েছে।

ওমর আলী বলেন, ‘দুই নারী যাত্রী তাদের কাছে একাধিকবার বলেছেন যে ডাকাতেরা তাদের শ্লীলতাহানি ঘটিয়েছে। তারা ঘটনাটি বড়াইগ্রাম থানার সেকেন্ড অফিসার শরিফুলের (এসআই শরিফুল ইসলাম) কাছেও বলেছেন।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার এসআই শরিফুল ইসলাম বলেন, দুজন নারী যাত্রী তাঁদের গায়ে হাত দিয়ে গয়নাপত্র খুলে নেওয়ার কথা বলেছেন। যেভাবে খুলে নেওয়া হয়েছে, তাতে তাঁদের শ্লীলতাহানি ঘটেছে।

ওই বাসেই ছিলেন চারঘাটের এক নারী যাত্রী। তিনি ঢাকায় মেয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। তাঁর কাছ থেকে ডাকাতেরা সাড়ে ৭ হাজার টাকা, সোনার বালা ও চেইন নিয়েছে দাবি করে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সেদিন রাতে ডাকাতির পর বাসটি প্রথমেই মির্জাপুর থানায় নিয়ে যাওয়া হয়। ওই থানার পুলিশ তাদের কোনো কথাই শুনতে চায়নি। তারা বলেছেন ওসি না আসলে তারা কিছুই বলতে পারবেন না। ওসি সকাল ৯ টার আগে আসবেন না। এই অবস্থায় নিরাপত্তার কোনো নিশ্চয়তা না পেয়ে তারা বড়াইগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। ওই নারী আরও বলেন, ‘যেসব মেয়েরা গয়না খুলতে দেরি করেছে, তাদের সঙ্গে খুব জোর খাটিয়েছিল, তাঁদের শ্লীলতাহানি ঘটিয়েছিল।’

বাসচালকসহ তিনজন জামিনে মুক্ত ডাকাতির ঘটনায় আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় জামিন পেলেও বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে আদালত সূত্রে জানা যায়। নাটোরের বড়াইগ্রাম আমলী আদালত সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানার এসআই শরিফুল ইসলাম স্বাক্ষরিত চালান মূলে ঢাকা-রাজশাহী চলাচলকারী ইউনিক রোড রয়েলস বাসের চালক বাবলু ইসলাম (৩৫), চালকের সহকারী সুমন ইসলাম (৩৫) ও সুপারভাইজার মাহবুল আলমকে (৩৮) বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাঁদের আদালতের সামনে হাজির করলে আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

See also  সীমান্ত সহযোগিতার নতুন অঙ্গীকার বিজিবি–বিএসএফের

আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, মামলাটি ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে কোনো ধর্তব্য অপরাধের অভিযোগ সুনির্দিষ্ট না থাকায় আদালত তাঁদের জামিনের আদেশ দেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রীই রাস্তায় নেমে গেছেন। দুজন নারী যাত্রী এসেছিলেন। তাঁদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহীর পুঠিয়ার দিকে। তাঁরা তাঁদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি। তাঁরা চলে গেছেন। তাঁদের মুঠোফোন নম্বরও তাঁর কাছে নেই। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ধর্ষণের এই খবর কে কীভাবে ছড়াল, এটা নীতিনৈতিকতার ব্যাপার তো মানতে হয়।’

Related Posts
পুলিশকে ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে গেল অটোরিকশা চালক 
পুলিশকে ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে গেল অটোরিকশা চালক 

একটি অটোরিকশাকে থামানোর চেষ্টা করছিলেন পুলিশ সদস্য, কিন্তু চালক না থেমে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ভিডিও করতে থাকা এক যাত্রী চিৎকার Read more

শ্রীপুরের প্রতারক নাজমুল গ্রেফতার
শ্রীপুরের প্রতারক নাজমুল গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ (এমসি বাজার) এলাকায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। Read more

স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামায়াতের আমিরের

দলের কারাবন্দী নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। Read more

হাজার কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে ঋণ বিতরণ ৩৫ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক ২০২১ সালের মার্চে স্টার্টআপ খাতের জন্য দুটি তহবিল গঠন করেছিল, যার মধ্যে প্রায় এক হাজার কোটি টাকা জমা Read more

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top